গর্ভধারণের লক্ষণ

মাসিকের বিরতি গর্ভধারণের প্রথম লক্ষণ হতে পারে। এই ক্ষেত্রে অবিলম্বে প্রেগনেন্সি টেষ্ট করা উচিত। সকালবেলা বমি বমি ভাব বা বমি করা খাবারে অরুচি বা গন্ধ লাগা খাবারের পর পেট ফেঁপে থাকা শরীর দূর্বল লাগা বা অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া হালকা লাল রংয়ের রক্তক্ষরন হওয়া।এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক ক্ষেত্রেই এটি দেখা যায় না। স্তনবৃন্তের চারপাশে ত্বকের রংয়ের পরিবর্তন হয়। স্তন নাজুক ও ফুলে যায়। ফলে হালকা ব্যাথা অনুভব হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

নামাজের গুরুত্ব

নামায সব এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হওয়ার পেছনে অনেক গুলো কারন রয়েছে । প্রথমতঃ নামাযরত অবস্থায় কোন পার্থিব কাজ করা যায় না । কেননা...

Popular Posts