রাসুল সা. সালাতের মধ্যে কতগুলো কার্যকে নিষিদ্ধ করেছেন। তা হলো:-
(১) দু’পা একত্রে মিলিয়ে দাঁড়ানো (নারীগন দাঁড়াতে পারে)
(২) এক পায়ে ভর দিয়ে দাঁড়ানো
(৩) নিতম্বের উপর বসে হাটুদ্বয় খাড়া করে দু হাত যমীনে রাখা
(৪) চাদর বা অন্য কাপড় এমনভাবে জড়িয়ে নেয়া যে, হাত তার ভিতরে থাকে এমনকি রুকু সিজদার সময়ও তা বের হয়না
(৫) সিজদার সময় বস্র উঠানো
(৬) জামার উপর লুঙ্গি বা পাজামা পরিধান (ইমাম আহমদের মতে)
(৭) কোমরে হাত রাখা
(৮) তকবীরের সাথে তিলাওয়াত বা তসবীহ মিলিয়ে পড়া
(৯) ইমামের আগে বা সাথে মিলিয়ে তকবীর বলা
(১০) প্রথম সালামের সাথে দ্বিতীয় সালাম মিলিয়ে বলা
(১১) প্রাকৃতিক প্রয়োজনের বেগ নিয়ে সালাত শুরু
(১২) খাদ্য-পানীয়ের উপায় থাকা সত্ত্বেও অধিক ক্ষুধা-তৃঞ্চা নিয়ে সালাত
(১৩) ক্ষুদ্ধ বা ক্রুদ্ধ দিল নিয়ে সালাতে দাড়ানো।
এক হাদীসে বর্ণিত হয়েছে যে, সালাতের মধ্যে সাতটি কাজ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে--
(১) নাক দিয়ে রক্ত আসা (অসুস্থতা ভিন্ন কথা)। বিনা কারণে এরূপ হলে আল্লাহর নিকট আশ্রয় চাইবে।
(২) নিদ্রা আসা
(৩) মনে কুমন্ত্রণার উদয়
(৪) হাই তোলা
(৫) শরীর ও মাথা চুলকানো
(৬) এদিক ওদিক দৃষ্টিপাত
(৭) কোন কিছু নিয়ে খেলা করা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment