নামাজের ওয়াজিব সমূহ

নামাজের ওয়াজিব সমূহ

নামাজের মধ্যে মোট ওয়াজিব ১৪টি। এগুলো একটি ভুল করে ছেড়ে দিলে শেষ বৈঠকে সিজদায় সাহু পড়তে হবেঃ

(১) সুরা ফাতিহা পড়া

(২) সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো

(৩) রুকু ও সেজদায় দেরী করা

(৪) রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো

(৫) দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা

(৬) দরমিয়ানী বৈঠক

(৭) দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া

(৮) ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোরে জায়গায় জোরে পড়া

(৯) বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া

(১০) দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা ৷

(১১) ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা ৷

(১২) প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা ৷

(১৩) প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা ৷

(১৪) আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

নামাজের গুরুত্ব

নামায সব এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হওয়ার পেছনে অনেক গুলো কারন রয়েছে । প্রথমতঃ নামাযরত অবস্থায় কোন পার্থিব কাজ করা যায় না । কেননা...

Popular Posts