নামাজের ফরজ সমূহ

নামাজের ফরজ সমূহ

নামাজের বাহিরে এবং ভিতরে ১৩টি ফরজ রয়েছে।

নামাজের বাহিরে ৭ ফরজ

(১) শরীর পাক

(২) কাপড় পাক

(৩) নামাজের যায়গা পাক

(৪) সতর ঢাকা

(৫) ক্বিবলামূখী হওয়া

(৬) ওয়াক্ত মত নামাজ পড়া

(৭) নামাযের নিয়ত করা

নামাজের ভেতরে ৬ ফরজ

(১) তাকবীরে তাহরীমাহ বলা

(২) দাঁড়িয়ে নামাজ পড়া

(৩) ক্বির আত পড়া

(৪) রুকু করা

(৫) দুই সিজদা করা

(৬) আখিরী বৈঠক

ছালামের সহিত নামায ভঙ্গ করা সুন্নত । নামায আদায় করতে গিয়ে উপরোক্ত ১৪টি [বাহিরের ৭ টি + ভেতরের ৬টি] ফরযের কোন একেটি ভুলেও ছেড়ে দিলে নামায শুদ্ধ হবে না; নামায পুণরায় পড়তে হবে|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

নামাজের গুরুত্ব

নামায সব এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হওয়ার পেছনে অনেক গুলো কারন রয়েছে । প্রথমতঃ নামাযরত অবস্থায় কোন পার্থিব কাজ করা যায় না । কেননা...

Popular Posts