(১) তাকবীর বলে দুই হাত কানের লতি পর্যন্ত উঠান ।
(২) হাতের আঙ্গুল পরস্পর পৃথক রাখা ।
(৩) ইমামের জন্য নামায আরম্ভের তাকবীর উচ্চঃস্বরে পড়া ।
(৪) ছানা পাঠ করা ।
(৫) “আউযুবিল্লাহ্” পাঠ করা ।
(৬) “বিছমিল্লাহ্” পাঠ করা ।
(৭) সূরা ফাতিহা পাঠ করার পর ঈমাম ও মুস্তাদিগণের মৃদুস্বরে “আমীন” বলা ।
(৮) পুরুষের জন্য নাভীর নীচে তাহরিমা বাঁধা আর স্ত্রী লোকের জন্য ছিনার উপরে তাহরিমা বাঁধা
(৯) রুকুর তাকবীর বলা ।
(১০) রুকুতে দুই হাঁটু ধরা ও আঙ্গুল সমুহ পরস্পর পৃথক রাখা ।
(১১) রুকুর ভিতরে তিন, পাঁচ বা সাতবার তাছবীহ্ বলা ।
(১২) রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান ।
(১৩) রুকু হতে উঠার সময়ে ইমামের “ছামিয়াল্লাহ হুলিমান হামীদা” ও মোক্তাদিগণের “রাব্বানা লাকাল হামদ” বলা ।
(১৪) সেজদায় গিয়ে দুই হাঁটু ও তাকবীর বলে বসা ।
(১৫) সেজদায় তাছবীহ্ পড়া ।
(১৬) পুরুষের জন্য ছেজদাহ হতে উঠে ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা, আর স্ত্রীলোকের উভয় পা ডান দিকে বাহির করে ছতরের উপর বসা ।
(১৭) ছেজদা থেকে উঠার পর এক তছবীহ্ পরিমাণ সময় বসে থাকা ।
(১৮) দরুদ শরীফ পাঠ করা ।
(১৯) দোয়ায়ে মাছুরা পড়া ।
(২০) দুই দিকে ছালাম ফিরান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment