(১) চাদর বা জামা না পড়ে কাঁধে ঝুলিয়া রাখা ।
(২) ময়লা ধুলা-বালি লাগার ভয়ে কাপড়/জামা গুটানো ।
(৩) আঙ্গুল মটকান ।
(৪) বস্ত্র,শরীর অথবা দাঁড়ির সাথে খেলা করা ।
(৫) এদিক ওদিক দেখা ।
(৬) চুল মাথার উপরিভাগে বাঁধা ।
(৭) বিনা ওজরে সেজদার স্থানের ইট-পাথর সরান ।
(৮) আলস্যভরে শরীর মোড়ামুড়ি করা ।
(৯) সিজদার সময়ে হাত বিছিয়ে দেওয়া ।
(১০) আগের কাতারে স্থান থাকতে পিছনের কাতারে দাঁড়ানো ।
(১১) অবহেলা করে খালি মাথায় নামায পড়া ।
(১২) আকাশের দিকে তাকান ।
(১৩) ভাল কাপড় থাকা সত্ত্বেও মন্দ কাপর পড়ে নামায পড়া ।
(১৪) নামাযের মধ্যে কপালের মাটি মুছে ফেলা ।
(১৫) কোন প্রাণীর ছবি সম্মুখে,ডাইনে,বামে,মস্তকের উপর বা কাপড়ের মধ্যে থাকা ।
(১৬) সিজদার সময়ে বিনা কারণে হাটুর পূর্বে হাত মাটিতে রাখা ।
(১৭) বিনা কারণে আসন পেতে বসা ।
(১৮) ফরয নামাযে এক সূরা বার বার পড়া ।
(১৯) কোন মানুষের মুখের দিক হয়ে নামায পড়া ।
(২০) সিজদাতে পিঠ উভয় উরুর সহিত মিলিয়ে দেওয়া ।
(২১) এক হাত বা তদুর্ধ স্থানে ইমামের দাঁড়ান ।
(২২) উভয় সিজদার মধ্যে অথবা তাশাহুদ পড়ার সময়ে কুকুরের ন্যায় বসা ।
(২৩) দুই হাতে মাটি ভর দিয়া উঠা ।
(২৪) কোন সুন্নত পরিত্যাগ করা ।
(২৫) নাক মুখ ঢেকে নামাজ পড়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment