হোটেলে খাওয়ার পরিনতি
আজকে রাতে হোটেলে খায়তে যেয়ে বসলাম একেবারে শেসের টেবিলে যেখানে শশার সালাত বানাইয়া কাস্টমারকে দেয়
তো দেখি আমার টেবিলের উপর এক সাথে তিনটি পিরিচ আছে আর উপরে হালকা সালাত
মানে এগুলো কেউ খেয়েছে
তিনটি পিরিচের নিছের টি তে আমাকে সালাত দিলো
দেখলাম পিরিচটিতে খাবারের তেল লেগে আছে |
আমি বল্লাম পিরিচটি ধুয়ে দিলেন না !
ও বললো এতো ধুয়ার সময় আছে ?
আমি মনে মনে চিনতা করলাম এক কাপ চা খেতে গেলে গরম পানি দিয়ে ধুয়া ছারা খায়না আর ও আমাকে নোংরা পিরিচে খায়তে দেয় |
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট
নামাজের গুরুত্ব
নামায সব এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হওয়ার পেছনে অনেক গুলো কারন রয়েছে । প্রথমতঃ নামাযরত অবস্থায় কোন পার্থিব কাজ করা যায় না । কেননা...
Popular Posts
-
লাখ লাখ যুবকের উপর চালিত পর্যবেক্ষণ থেকে দেখা গেছে যে, হস্তমৈথুন এমন এক সমস্যা যাতে একবার কেউ আসক্ত হয়ে পড়লে প্রপার ট্রিটমেন্ট ছাড়া এ থেক...
-
সূরা-কাফিরুন আরবি সূরাঃ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا...
-
তাহিয়্যাতুল মসজিদের নামায 'তাহিয়্যাতুল মসজিদ' নামাজের নিয়তঃ বাংলা নিয়তঃ "আমি দুই রাকাআত তাহিয়্যাতুল ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment