নামাজের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামাজ বাতিল হয়না কিন্তু বিনা কারনে ছাড়লে নামাজ মাকরুহ হয়।কারন বষত ছাড়া যায়।
(১) সানা পড়া।
(২) আউযু বিল্লাহি মিনা শাইতনির রজিম পড়া
(৩) বিসমিল্লাহির রহমানির রহিম পড়া।
(৪) সুরা ফাতেহার শেষে আমিন বলা।
(৫) রুকুর তাকবির বলা।
(৬) রুকুর তাসবিহ পড়া।
(৭) রুকু থেকে উঠে সামিয়াল্লাহুলি মান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাছিরং তয়্যিবান মুবারকান ফিহ বলা।
(৮) সেজদার তাকবির বলা।
(৯) সিজদার তাসবিহ পড়া।
এশা ও আসরের আগের ৪ রাকাত সুন্নত কি সুন্নাতে মুয়াকাদ্দা। এগুলো না পড়লে কি গুনাহ হবে?
উত্তরমুছুন